শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক এমপি নদভী দুই দিনের রিমান্ডে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত দু’দিনের মঞ্জুর করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যান এমইএস কলেজের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরকর্মী ফয়সাল আহমেদ। এ ঘটনায় করা হত্যা মামলায় নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর রাতে ঢাকায় পুলিশের হাতে আটক হন চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm