রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় তিন জন পর্যটক গুরতর আহত হয়েছেন।
বিজিবির সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে ১০ নম্বর হাজাছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মো. আব্রাহাম শাহরিয়ার (২২) ও ড্রাইভার মো. মুছা (২৫)। অপর এক পর্যটকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, জিপে থাকা পর্যটকদের মধ্যে তিনজন মাথায় গুরুতর আঘাত পান। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বিজিবি সদস্যরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডিজে