s alam cement
আক্রান্ত
৫৩২৫১
সুস্থ
৪০০০১
মৃত্যু
৬১৪

শিশু বলাৎকার, হেফজখানার হাফেজকে আটক করল পুলিশ

0

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নস্থ একটি মাদ্রাসায় ৫ শিশু বলাৎকারের শিকার হয়েছে। মাদ্রাসাটির হেফজখানার শিক্ষক মো. জাকের (১৯) গত এপ্রিলে এসব শিশুদের বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ পেয়ে সোমবার (৩১ মে) দিনগত রাতে মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া দরবেশিয়া সুন্নিয়া এতিমখানা ও হেফজখানা এলাকা থেকে অভিযুক্ত হাফেজ জাকেরকে আটক করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২ এপ্রিল হতে ১২ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় মাদ্রাসার এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ মো. জাকের ৫ শিশুকে বলাৎকার করে। খবর জানাজানি হলে এলাকার লোকজন হাফেজ মো. জাকেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পরে সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী এলাকার মৃত ওমর মিয়ার পুত্র মো. আবু সিদ্দিক বাদী হয়ে বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত হাফেজ মো. জাকের বাঁশখালী উপজেলার পূর্ব কাথরিয়া এলাকার নবী আহাম্মদ ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm