চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের বিজনেস এডিটর বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। তার বয়স হয়েছিল ৭১ বছর।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর পাঁচটায় নিজামউদ্দিন আহমেদ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। একইদিন সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
নিজামউদ্দিন আহমদ চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি দি ডেইলি অবজারভারের বিজনেস এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সালের নভেম্বর মাসে চট্টগ্রামের ইংরেজি দৈনিক দ্য পিপলস ভিউতে ট্রেইনি স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন নিজামউদ্দিন আহমদ। ১৯৮১ সালের শেষের দিকে তিনি চট্টগ্রামের ইংরেজি দৈনিক ডেইলি লাইফে যোগ দেন। ১৯৮২ সালের মার্চ মাসে ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি নিউ নেশনের চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে যোগদান করেন এবং ১৯৯০ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। ১৯৮৭ সালের জানুয়ারি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত চট্টগ্রামে তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের স্ট্রিংগার হিসেবে কাজ করেন। তিনি সংবাদ সংস্থা বিএনএ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে পূর্ণকালীন কর্মী হিসেবে রয়টার্সের ঢাকা ব্যুরোতে যোগদান করেন এবং ২০১১ সালের মে মাস পর্যন্ত সেখানে কাজ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামে। তিনি ওই গ্রামের সুফি মিয়াজি পাড়ার মাস্টার মরহুম জহির উদ্দিন আহমেদের ছেলে।
নিজামউদ্দিন আহমেদের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজামউদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক শোকবার্তায় বলেছেন, চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান নিজামউদ্দিন আহমেদ একজন অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন। তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও দেশকে সমৃদ্ধ করেছেন।
সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের সভাপতি এসএম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক পৃথক এক শোক বার্তায় নিজামউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান নিজামউদ্দিন আহমেদের মৃত্যুতে আমরা একজন অভিভাবক ও সৎ সাংবাদিক হারালাম। তাঁর মৃত্যু শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
নেতৃবৃন্দ বলেন, ‘নিজামউদ্দিন আহমেদ তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা ও নিষ্ঠার সাথে কর্ম করেছেন। তার লেখার মাধ্যমে তিনি সবসময় সত্য প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাঁর এই অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’