s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

সাজেক থেকে ফেরার পথে গুলিবিদ্ধ দুই ব্যবসায়ী

0

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- উপজেলার বাঘাইহাট এলাকার আবুল কালামের ছেলে মুদি ব্যবসায়ী মিজান (৩২) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মো. সাগর।

সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ব্যবসায়ী সাজেক হতে মোটরসাইকেলে করে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি নামক এলাকায় পৌছালে হঠাৎ তাদের উপর শর্টগানের ফায়ার এসে লাগে। এতে দুজন আহত হয়। তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরের উদ্দেশ্য পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm