চট্টগ্রামের সাতকানিয়ায় তাফসীরুল কোরআন মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে এক যুবক আহত হয়েছে। তার পায়ে গুলি লেগেছে।
শনিবার (১১জানুয়ারি) মধ্যরাত ২ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপীপাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. এরশাদ (৪৫)। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।
গুলিবিদ্ধ এরশাদকে স্থানীয়রা প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
জানা গেছে, শনিবার মধ্যরাত ২টার দিকে কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকায় অনুষ্ঠিত একটি তাফসীরুল কোরআন মাহফিল থেকে সিএনজি অটোরিকশা করে এরশাদ ও কয়েকজন বন্ধু মিলে নিজ বাড়িতে ফিরছিলেন। তাদের অটোরিকশা ধুপিপাড়ার টেকে এসে পৌঁছলে অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে এরশাদ পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ মোহাম্মদ এরশাদ জানান, তিনি এবং তার কয়েকজন বন্ধু তাফসীরুল মাহফিল থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা গুলি করেছে, সেটা তিনি জানেন না।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল উদ্দিন জানান, গুলিবিদ্ধ এরশাদের বাম পায়ে পাঁচটি ছররা গুলি লেগে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মুন্নাফ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।
ডিজে