চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ঢাকা থেকে ছেড়ে আনা সোনার বাংলা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রেনের জানালার কাচ ভাঙলেও কেউ আহত হননি।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাহাড়তলী এলাকায় ট্রেনটি আসলে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার যুবকের নাম নাজিম উদ্দিন (২১)। তিনি হাটহাজারী থানার পশ্চিম দেওয়ান নগর আব্দুর শুক্কুরবার বাড়ি ফরিদ মিয়ার ছেলে। তিনি মাতাল অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
পাহাড়তলী রেল স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার কৃষ্ণ পদ চক্রবর্তী জানান, পাথরের আঘাতে জানালার গ্লাস ভেঙে যায়। তবে এ সময় কোনো যাত্রী আহত হননি। ঘটনার জড়িত এক মাতাল যুবককে আটক করে জিআরপিতে হস্তান্তর করা হয়েছে।
জেএস/ডিজে