সাতকানিয়ার খাগরিয়া স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত ২০২৩ সালের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

s alam president – mobile

আলোচনা সভা খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তাক আহম্মদ আঙ্গুর।

উদ্বোধক ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দীন হাচান শাহী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাহেদুর রহমান সোহেল।

Yakub Group

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাবেক সদস্য হাসান মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন মাস্টার, এসএম সৈয়দ, আবদুল গফুর, খাগরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুনুর রশীদ খোকা, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর আবু, অভিভাবক সদস্য মুন্সী আবদুর রব সৌরভ, অভিভাবক সদস্য রেহেনা আকতার, আয়ুব আলী, সাইফুদ্দিন আল হেলাল।

প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার মান, অবকাঠামো নির্মাণসহ সঠিক সময়ে বই উৎসব সহ শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের উচিত পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম এবং সংস্কৃতিপ্রেমী হওয়া, খেলাধুলায় অংশগ্রহণসহ সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করা।’

তিনি আরও বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। জননেত্রী শেথ হাসিনা শিক্ষা ডিজিটাল বাংলাদেশ, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে চলেছেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার বির্নিমাণ সকলের ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!