সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যক্তির পাশে দাঁড়ালেন এমপি নদভী

সাতকানিয়া সদর ইউনিয়নের গরিবারঝিল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

মঙ্গলবার (২ মে) এমপি নদভীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যক্তির কাছে রাতের খাবার পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, সাতকানিয়া উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর, সাতকানিয়া মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস আক্তার মুন্নি, সাতকানিয়া ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক রিদুয়ানুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. ইসলামুল হক আজাদ প্রমুখ।

s alam president – mobile

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গরিবারঝিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. ইসলামুল হক আজাদ বলেন, অগ্নিকাণ্ডের খবর জেনেই বিদেশ সফরে থাকা সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেন। এছাড়া তাদের পাশে দাঁড়াতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।’

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, ‘এ অগ্নিকাণ্ডে ছয়টি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় অন্যান্য তথ্য তদন্তের পর বলা যাবে।’

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!