গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মারজান আকতার (২০) এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে আনোয়ারা থানার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়ার ফকিরের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারজান আকতারের বাড়ি একই উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে। তার স্বামীর নাম মো. সোহেল।

s alam president – mobile

নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, ‘আমার বোন রমজানে বাড়িতে বেড়াতে এসেছিল। তার স্বামী প্রায় সময় বাড়ি থেকে এক লাখ টাকা দেওয়ার চাপ দিত। স্বামীর এই ‘আবদারের’ সঙ্গে তার শ্বাশুড়ি ও স্বামীর বোনও প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতো বোনকে। বোনের স্বামী ও তার পরিবারের লোকজনের কথা মতো যৌতুক দিতে না পারায় ঈদের সময় বাড়িতে আসতে দেয়নি বোনকে। এমনকি তার মোবাইল ফোনটিও কেড়ে নিয়েছে তারা। নিহতের দিন সকালে বাড়িতে শ্বশুর বাড়ির লোকজন ফোন করে বলে, আমরা যেন তাদের বাড়িতে বোনকে দেখতে না যায়। পরবর্তীতে একইদিন দুপুর একটায় তারা আবারও ফোন করে বলে, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে।’

মহিউদ্দিন আরও জানায়, ‘আমার বোনকে তারা হত্যা করেছে। আমার বোন কোরআনের হাফেজা। সে কখনও আত্মহত্যা করতে পারে না। শ্বশুর বাড়ির লোকজন তাকে মেরে ফেলেছে। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের বিচার দাবি করছি।’

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পুলিশের উপরিদর্শক (এসআই) মো. সোলেয়মান। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে মরদেহটি তখন খাটে পড়ে ছিল। আমরা সেখান থেকে উদ্ধার করেছি। ওইসময় এসপি ও ওসি স্যার সহ আমি সেখানে উপস্থিত ছিলাম। প্রাথমিকভাবে সিম্টম দেখে মনে হচ্ছিল এটি আত্মহত্যা। তারপরও ময়না তদন্তের পর পুরাপুরি বলা যাবে প্রকৃত ঘটনার বিস্তারিত। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ট করা হয়েছে।’

Yakub Group

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার এসআই মো. সোলেয়মান। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন মরদেহটি খাটে পড়ে ছিল। আমরা সেখান থেকে উদ্ধার করেছি। ওইসময় এসপি ও ওসি স্যার সহ আমি সেখানে উপস্থিত ছিলাম। প্রাথমিকভাবে সিম্টম দেখে মনে হচ্ছিল এটি আত্মহত্যা। তারপরও ময়না তদন্তের পর পুরাপুরি বলা যাবে প্রকৃত ঘটনার বিস্তারিত। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ট করা হয়েছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!