s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

সালমা খাতুন পাসপোর্ট করতে গিয়েছিলেন সিরাজ খাতুন নামে

পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা নারী

1

চট্টগ্রামে আবারও পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। ওই রোহিঙ্গা নারীর নাম সালমা খাতুন (৩৩)। তিনি সিরাজ খাতুন নামে পাসপোর্টের আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার (৩ জুন) চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ২ নম্বর কাউন্টারে ইন্টারভিউ দিতে আসার পর কর্মকর্তাদের সন্দেহ হয়। আঙ্গুলের ছাপ যাচাই করে তাকে রোহিঙ্গা নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক সাধন সাহা চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমারের নাগরিক হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে ভুয়া কাগজপত্র ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে সালমা খাতুনকে পুলিশের কাছে সোপার্দ করার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাঈদ বলেন, ‘তিনি জাতীয় পরিচয় পত্র ও নাগরিক সনদ জমা দিয়েই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। জাতীয় পরিচয়পত্রে তিনি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।’

এর আগেও বিভিন্ন দফায় ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট করতে এসে মোট ৬ জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছিলেন।

Din Mohammed Convention Hall

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. হাছান মাহমুদ বলেছেন

    বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের বিশেষ পাসপোর্ট ইস্যূ করার সিদ্ধান্ত নিক, পাসপোর্টে রোহিঙ্গা শব্দটি উল্লেখ করে। তাহলে ফেইক পাসপোর্টের প্রবনতা কমবে। ওরা বিভিন্ন দেশে অপরাধ করলে বাংলাদেশের নামেই অপবাদ আসে, এটি রোহিঙ্গা শব্দযোগের কারনে অপবাদটি আসবেনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ্যতায় এ পাসপোর্ট বহিঃর্বিশ্ব গ্রহন করুক।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm