চট্টগ্রাম নগরীর সিআরবিতে একটি গাছের ডাল ভেঙে পড়েছে প্রাইভেট কারের ওপর। একইসঙ্গে গাছের সঙ্গে বৈদ্যুতিক তার ছিঁড়ে মোটরসাইকেলে পড়ে আগুন ধরার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার (১ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সিআরবির সাত রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রাইভেট কারের ওপর থেকে গাছ সরানোর হয়নি। এমনকি বাইকেও আগুনও নিয়ন্ত্রণে আনা হয়নি। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে ফোন দিলেও কেউ রিসিভ করেনি বলে জানা গেছে।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনি তালুকদার বলেন, গাছের একটি ডাল ভেঙে সাত রাস্তার মোড়ের বৈদ্যুতিক খুঁটিতে পড়ে। তখন তারগুলো ছিঁড়ে রাস্তার পাশে পার্কিং করা একটি বাইকে পড়লে আগুন ধরে যায়। এছাড়াও গাছের ডাল পড়ে একটি প্রাইভেট কারের গ্লাস ভেঙে গেছে।
তিনি আরও বলেন, আমি তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে ফোন করি। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি।
বিএস/ডিজে