s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

সিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার দিল এলবিয়ন গ্রুপ

0

করোনায় সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে এলবিয়ন গ্রুপ।

সোমবার (২২ মার্চ) বিকালে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।

এ বিষয়ে রাইসুল উদ্দিন সৈকত জানান, ‘পুলিশ বিপদের প্রথম সাড়া দানকারী। তাঁদের পাশে থাকতে পারা আনন্দের। করোনার মত মহামারীতে পুলিশ তাদের অবস্থান গণমানুষের হৃদয়ে করে নিয়েছে। সিএমপির এই পথচলায় সব সময় পাশে থাকবো।’

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm