চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালের উদ্যোগে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকাল ১০ টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব দেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ অ্যান্ড এফপিও নূর উদ্দীন রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন ডা. ইমরোজ উদ্দিন (কনসালট্যান্ট), ডা. মোহাম্মদ হোসেন (কনসালট্যান্ট), মেডিকেল অফিসার ডা. বিবি কুলসুম, ডা. রাজিয়া বেগম,ডা. হামিদ, ডা. আরাফাত, ডা. মঈন, ডা. সানিয়া, পার্কভিউ হাসপাতালের হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বুধবার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কৃতিত্ব সনদ পায় পার্কভিউ হাসপাতাল।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) উদ্যোগে চার মাসব্যাপী পাইলট প্রকল্প ‘মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও নিষ্পত্তি সংক্রান্ত প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।