s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

সেই মদের আস্তানায় এবার পুলিশের চোখ—সন্ধান পেল হাজার লিটার মদ

0

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন ফিসািরঘাট বাজারে রাস্তার পাশে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন কাঁচা-পাকা ঝুপড়ি ঘর থেকে ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ বেচাকেনা ও সেবনের দায়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) বিকেলে পুরাতন ফিসারিঘাট এলাকার জাহাঙ্গীরের ঘর থেকে ১ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর পালিয়ে গেলেও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা পুলিশকে জানায়, মাদক আস্তানার মালিক মো. জাহাঙ্গীর নিজেই তাদের কাছে চোলাই মদ বিক্রয় করে এবং ফিশারিঘাট বাজারের অন্ধকার রাস্তার পাশে বসে মদ পান করে।

আসামিরা আরও জানায়, পানীয় জলের বোতল ব্যবহার করে জাহাঙ্গীর চোলাই মদ বিক্রি করে। কারণ পানির বোতলে করে মদ বিক্রি করে পুলিশ যেন বুঝতে না পারে।

আইএমই/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm