s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুজনের

0

চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশা, বাইক ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২২ মার্চ) সকালে ফটিকছড়ির পৌরসদর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জেইউ পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতদের একজন হলেন নোয়াখালী জেলার কবির হাট এলাকার মানিক আচার্য্য (৫০)। তিনি রাঙ্গামাটিয়া এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে সিএনজি অটোরিকশা চড়ে ফিরছিলেন বলে জানা গেছে। নিহত আরেকজন পরিচয় পাওয়া না গেলেও তার আনুমানিক বয়স (২০) বলে জানিয়েছেন নাজিরহাট হাইওয়ে পুলিশ।

আহতরা হলেন সুব্রত আচার্য্য (৬০) ও জোবায়ের (১২)। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সাব-ইন্সফেক্টর মো. বেলাল হোসেন বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Din Mohammed Convention Hall

সিএম/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm