s alam cement
আক্রান্ত
৯৮৭২৪
সুস্থ
৬৮৯৩৯
মৃত্যু
১২১১

হালিশহর-পাহাড়তলীর শীর্ষ সন্ত্রাসী সহযোগীসহ র‌্যাবের হাতে ধরা

0

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও হালিশহরের এলাকার ত্রাস সাত মামলার আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— চট্টগ্রামের হালিশহর থানার সবুজবাগ এলাকার কবির আহম্মদ প্রকাশ লম্বা কবিরের ছেলে মো. কায়েস উদ্দিন অপু (৩১) ও একই থানার পশ্চিম রামপুর সবুজবাগ এলাকার মিয়া খানের ছেলে মো. খোরশেদ খান (৩০)।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে হালিশহর ও পাহাড়তলী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও সাত মামলার আসামি কায়েস উদ্দিন অপু গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীকেও উদ্ধার করা হয়।এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা সন্ত্রাসী কর্মকান্ডের আড়ালে ইয়াবা ব্যবসা চালাতেন।

র‌্যাব আরও জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে দুজনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

Din Mohammed Convention Hall

মুআ/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm