s alam cement
আক্রান্ত
৩৯৪৯৪
সুস্থ
৩৩৮৯৫
মৃত্যু
৩৮৫

হেফাজতের নৈরাজ্য চট্টগ্রামে বরদাস্ত করা হবে না

0

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে হেফাজত ইসলামের ডাকা হরতালে চট্টগ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা ও নৈরাজ্য ঠেকাতে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর ডিসি হিল সম্মুখ সড়ক হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিনপুলের মাথা এলাকায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়।

রোববার (২৯ মার্চ) বিকাল ৪টায় কোতোয়ালী থানা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

সভায় নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে হেফাজত নামের উগ্র জঙ্গীবাদী সংগঠনটি চট্টগ্রামের হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালিয়েছে। তারা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েঋে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে এ উগ্রবাদী সংগঠন। দেশের বিভিন্ন জায়গাতে হেফাজতের নেতারা থানা, ভূমি অফিসে হামলা চালানোর পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলেছে। আবার হরতালের নামে দেশকে জিম্মি করে অকার্যকর করার অপপ্রয়াস চালাচ্ছে।

রনি বলেন, চট্টগ্রাম থেকে স্পষ্টভাবে বলতে চাই চট্টগ্রামের পবিত্র মাটিতে জঙ্গিবাদী হেফাজতের নৈরাজ্য কোনভাবেই বরদাস্ত করা হবে না।
হেফাজতের নৈরাজ্য চট্টগ্রামে বরদাস্ত করা হবে না 1
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, উগ্র ধর্মান্ধ হেফাজত, জামাত-শিবির মিলে একাকার। তারা মূলতঃ ধর্মের ঢাল ব্যবহারকারী স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতার ৫০ বছর পরও মৌলবাদীদের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। তাই অচিরেই তাদের স্বমূলে নির্মূল করতে হবে। চট্টগ্রামের মাটিতে হরতালের নামে সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে সাধারণ জনগণের সাথে নিয়ে তাদেরকে কঠিন জবাব দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ.কে.এম আজগর আলী, প্রশান্ত চৌধুরী যীশু, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, এম. কুতুব উদ্দিন, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, পংকজ রায়, তসলিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, আমিন মো. সাইফুদ্দীন, সেলিম উদ্দিন জয়, মুন্না শাহ, মো. জাহেদ, হোসাইন আহমেদ রুবেল, মো. কামরুল হাসান, মকবুল হোসেন, শেখ তৈহিদুল ইসলাম আরদিন, সাঈদ হাসান তুষার, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন, জোবাইদুল আলম আশিক, শাহরিয়ার নিলয় চৌধুরী, রুবেল হোসেন, শুভ ঘোষ, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সাইমুন, ইমরান হোসেন সাজেন, এম.ইউ সোহেল, মনির উদ্দিন মনির, নুরুদ্দিন রাকিব, আবসার উদ্দিন রতন, নিয়াজ উদ্দিন তামিম, জাবেদ আলম আলিফ, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, শাফায়েত হোসেন রাজু, মোস্তফা তারেক, নাজিম উদ্দিন প্রমুখ।

Din Mohammed Convention Hall

আদর

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm