s alam cement
আক্রান্ত
৫৫৪৬৬
সুস্থ
৪৭৪৩৮
মৃত্যু
৬৫০

১০ বছরের শিশুকে বলাৎকার আকবরশাহে, দোকানি গ্রেপ্তার

0

চট্টগ্রাম নগরের আকবার শাহ এলাকায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় মানিক মিয়া (৪৫) নামে এক দোকানিেক গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ফয়’স লেক এলাকার আছিয়া কলোনির মাইট্টা গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক মিয়া রাঙ্গামাটি জেলার লংগদুর রাঙ্গিপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, একই এলাকার আব্বাসের কলোনির হাফিজুর রহমানের ১০ বছরের ছেলে বলাৎকারের সময় দেখে ফেলে স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মানিক মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মানিক মিয়া দীর্ঘদিন ধরে ফয়’স লেক এলাকার আছিয়ার কলোনির মাইট্টা গলিতে মুদির দোকান করত। ওই দোকানে কর্মচারী হাফিজুর রহমানের ১০ বছরের শিশুটি। কাজের সুবাদে মানিক মিয়ার বাসায়ও আসা যাওয়া ছিল ওই শিশুর। ফলে বাসার মধ্যে শিশুর সাথে অনৈতিক কাজ করার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। ফলে বিষয়টি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে পুলিশ এসে মানিককে থানায় নিয়ে যায়।

আকবর শাহ থানার ওসি (তদন্ত) আমিনুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নির্যাতিত শিশুর বাবা বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। আমরা বলাৎকারের অভিযোগে মানিক মিয়াকে একজনকে গ্রেপ্তার করেছি।

এএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm