১০ লাখ টাকা চাঁদা না পেয়ে কিশোরকে হত্যা চট্টগ্রামে

চট্টগ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়েই হত্যা, দাবি করছে কিশোরের পরিবার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরটিলা হামিদ আলী টেন্ডল রোডে বস্তাবন্দি এই লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার থেকে নিখোঁজ ছিল আব্দুল্লাহ।

নিহত যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (১৪)। সে বরিশাল জেলার ঝালকাঠি থানার কাঠালিয়া গ্রামের মাহমুদ তালুকদার ছেলে। বর্তমানে নগরীর বন্দর টিলা আলীশাহ মাজার বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

আব্দুল্লাহর পরিবার জানায়, আবদুল্লাহ বুধবার সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ইপিজেড থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপরই রাতে অজ্ঞাত নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে আব্দুল্লাহকে ফিরিয়ে দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের বিষয়টি পুলিশকে জানানো হলে সে নম্বর ট্রেকিং এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযান চালানোর পরও আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার সকালে খালে বস্তাভর্তি হাত-পা বাঁধা আবদুল্লাহর লাশ উদ্ধার করা হয়।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, পারিবারিক শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে না, আসলে কারা এ কিশোরকে হত্যা করেছে। কিশোরের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!