s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

৪ গুদামে আগুন, ৫ কোটি টাকার শীতের পোশাক পুড়ে ছাই আঁতুরার ডিপোতে

0

চট্টগ্রাম নগরীর আঁতুরার ডিপো এলাকায় শীতের পোশাকের চারটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় দশটি গুদাম আছে। এসব গুদামে প্রায় ৫ কোটি টাকার শীতের পোশাক মজুদ ছিল। সবগুলোই পুড়ে গেছে।

এই বিষয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আঁতুরার ডিপো এলাকায় চারটি গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দশটি গুদামের মধ্যে চারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাপড়ে আগুন লাগায় নেভাতে বেগ পেতে হয়েছে। ডাম্পিং শেষ করতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, ‘ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।’

আরএ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm