চট্টগ্রামের ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর শিশু মো. কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ১২টায় ষোলশহর এলাকার মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী উপ-পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) নিখোঁজ কামাল ও তার বন্ধু রাকিব চিটাগাং শপিং কমপ্লেক্সের বিপরীতে ভূমি অফিসের সামনে চশমা খালে সাঁতার কাটতে গিয়ে ময়লাযুক্ত পানিতে ভেসে যায়। ওই সময় পানির স্রোতে কামাল ভেসে গেলেও দেয়ালে ধাক্কা খেয়ে প্রাণে বেঁচে যায় রাকিব।
আরএম/এনএফও