৫ মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, ১৮ জুলাই হবে না এইচএসসি পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীদের সংঘর্ষে সারা দেশে পাঁচজনের মৃত্যুর পর চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়াও ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!