কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেকের উৎসবমুখর চাটগাঁইয়া মিলনমেলা

কানাডাপ্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে পুরনো সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডার বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। উৎসবমুখর পরিবেশে এতে কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বিপুলসংখ্যক চট্টগ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়েছিলেন।

কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেকের উৎসবমুখর চাটগাঁইয়া মিলনমেলা 1

রোববার (১৪ জুলাই) কানাডার ক্যুইবেক প্রদেশের ট্রয়েস নদীর পাদদেশের Préau Du Parc-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন সিকদারের সঞ্চালনায় দিনব্যাপি অনুষ্ঠানসূচিতে কথামালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ ছিল নানা আয়োজন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদ্য সাবেক সভাপতি আবু ইউনুস সুজন।

এই আয়োজনে ছিল দেবপ্রিয়া কর রুমা ছাড়াও অতিথি শিল্পী লিন্কন বড়ুয়া ও দ্বীপান্বীতা মুর্শিদীসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরে সমিতির প্রবীণতম সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর তত্ত্বাবধানে নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের গেইমসের আয়োজন করা হয়। জয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে র‍্যাফল ড্র পরিচালনা করেন সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ হেলাল। পুরস্কার হিসেবে এতে ৬৫ ইঞ্চি এলজি টিভি, ল্যাপটপ, সাইকেলসহ মোট ২২টি পুরস্কার দেওয়া হয়।

অন্যদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন সবাইকে চমৎকৃত করে।

পুরো এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আ স ম ইসমাইল, মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, মো. আবুল কালাম, জাকির চৌধুরী, আফসার উদ্দিন চৌধুরী, দিদারুল মোস্তফা, নুরুল আবসার, মোহাম্মদ আলী, নিজাম উদ্দিন চৌধুরী, সুশান্ত বড়ুয়া, কাইসুল হক, কাজী সোয়েব, আরাফাত হোসেন, এম শহিদ, মোস্তফা কামাল, ফরহাদ ইমরান, ইফতিয়ার সাজু, ইমতিয়াজ রাজু প্রমুখ।

অনুষ্ঠানের স্পন্সর ছিলেন ইঞ্জিনিয়ার এ হেলাল, আমানউল্লাহ আমান, নাদির হামিদ, রিয়াজ হামিদ, আবদুস সালাম মোল্লা, রাসেল মির্জা, নুরুল আবসার, মনোয়ারা বেগম আলম, শারমিন আয়েশা, লোকমান হাকিম, শহিদুল আলম, সৈয়দ হক ও জাহিদ খান। এছাড়া কো-স্পন্সর ছিলেন কাইসুল হক, শিহাব উদ্দিন, জলিল রহমান, নূর তালুকদার, মহিবুর আর আহম্মেদ বাবু, হুরপরী মেলা বুটিক, ওয়াহিদ খান ও রুমেন আহম্মেদ। কালচারাল কো-স্পন্সর ছিলেন সাহাব উদ্দীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!