চট্টগ্রামসহ ঢাকা ও খুলনার কয়েকজন আমদানিকারক ৬৩৯টি গাড়ি আমদানি করেছিল বিদেশ থেকে। মোংলা বন্দরে আমদানি করা গাড়ি বহন করছিল যে বিদেশি জাহাজ, তার তলায় হঠাৎ ছিদ্র হয়ে পানি ঢুকতে থাকে। আর তাতে অন্তত ১৬টি গাড়ি পানির মধ্যে ডুবে যায়।
জানা গেছে, আমদানি করা রিকন্ডিশন গাড়ি নিয়ে ‘মালয়েশিয়া স্টার’ নামের জাহাজটি বন্দর জেটিতে ভেড়ার পর তলা (হ্যাচ) ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে। এতে জাহাজে থাকা গাড়িগুলোও ভেসে ওঠে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল নাগাদ পাম্প দিয়ে পানি অপসারণ করা হয়।
মালয়েশিয়া স্টার নামে জাহাজটি গত সোমবার (৬ সেপ্টেম্বর) খুলনার মোংলা বন্দরের জেটিতে ভেড়ে। এরপর মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গাড়ি খালাস করতে গিয়ে বন্দরের কর্মকর্তারা ওই জাহাজের নিচে পানি দেখতে পান।
পরে জানা যায়, জাহাজটির নিচে একটি ছোট ছিদ্র হয়েছিল। আর তাতে ১৬টি গাড়ি পানির মধ্যে অনেকটাই ডুবে যায়। জাহাজটিতে মোট ৬৩৯টি গাড়ি ছিল। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কয়েকজন আমদানিকারক এনেছেন বিদেশ থেকে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়। জাহাজের মধ্যে এখন কোনো পানি নেই। জাহাজে থাকা সব গাড়ি নামিয়ে ফেলা হয়েছে। জাহাজটির ছিদ্রও মেরামত করা হয়েছে। কিছু গাড়ি পানিতে ডুবে গিয়েছিল। তাতে তেমন একটা ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাহাজটির বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।