s alam cement
আক্রান্ত
৫৫৮৪৫
সুস্থ
৪৭৭২৯
মৃত্যু
৬৫৬

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন র‌্যাবের জালে

0

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন র‌্যাবের জালে। জমি বিরোধের জেরে ঘরে অস্ত্র লুকিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই এখন শ্রীঘরে। শনিবার (১৯ জুন) চট্টগ্রামের আকবরশাহ্ থানার রূপনগর এলাকায় ঘটেছে এমন ঘটনা।

আটক আসামির নাম আজিজুর রহমান রনি (২২)। তার দেখানো তথ্যে র‌্যাব রূপনগরে অভিযান চালিয়ে উদ্ধার করে ১টি দেশীয় অস্ত্র এবং ২ রাউন্ড গুলি। রনি রাঙ্গুনিয়া থানার মধ্যম পারুয়া ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, আটক আজিজুর রহমান রনি র‌্যাব-৭ কে জানায়, নগরীর আকবরশাহ্ থানার রূপনগর এলাকায় জনৈক ব্যক্তির পরিত্যক্ত ঘরের ভেতর মাদক ও অস্ত্র রাখা আছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে আজিজুর রহমানের দেখানো নির্মাণাধীন ভবন থেকে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে র‌্যাব সদস্যরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারে, আজিজুর রহমানের সাথে কথিত ব্যক্তির দীর্ঘদিন যাবত জমি দখলসহ স্থানীয় আরো বিভিন্ন বিষয়ে বিরোধ চলমান রয়েছে। বিরোধের জেরে নিজে অস্ত্র লুকিয়ে রেখে তাকে ফাঁসানোর জন্য সে র‌্যাবকে খবর দিয়েছে।

পরে র‌্যাব আজিজুর রহমানকে আটক করে আকবরশাহ্ থানায় হস্তান্তর করে।

Din Mohammed Convention Hall

সিএম/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm