s alam cement
আক্রান্ত
৫৫৯৮১
সুস্থ
৪৭৮৬৭
মৃত্যু
৬৫৭

বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আশঙ্কাজনক একজন হাসপাতালে

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইকোনো জোন রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২০ জুন) রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. জাবেদ হোসেন (৩০) ও নাজমুল হোসেন (১২)। দিদারুল আলম নামে আরও এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক অবস্থায় কারও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইকে করে তিনজন আরোহী ইকোন জোন রোড দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, তিনজন বাইক এক্সিডেন্টের রোগীকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে জাবেদ ও নাজমুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া দিদারুল আলমকে নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm