s alam cement
আক্রান্ত
৫৫৮৪৫
সুস্থ
৪৭৭২৯
মৃত্যু
৬৫৬

ট্রাকের সাথে ট্রেইলারের সংঘর্ষ, হেলপার নিহত

0

চট্টগ্রামের কাট্টলীতে লং ট্রেইলারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার (২০জুন) দুপুর ১টায় নগরের পাহাড়তলী থানার কাট্টলী টোল রোডে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো. আরিফ (২২) ওই ট্রেইলারের হেলপার বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মো. হারুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- বন্দর থেকে কন্টেইনার বোঝাই ট্রেইলারটি ঢাকায় যাওয়ার সময় কাট্টলী টোল রোডে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেইলারটির হেলপার হারুন গুরুতর আহত হলে আমরা হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান- রোববার দুপুর ২টায় হারুন নামে একজনকে গুরুতর আহত অববস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশটি বর্তমানে হাসপাতালেন মর্গে রাখা হয়েছে।

নিহত হারুন রাঙ্গুনিয়া থানার জংগল বগাবিল এলাকার নুরুল আফসারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

বিএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm