s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫৫ হাজার টাকা দণ্ড

0

বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী।

অভিযানে নিউ ঢাকা বেকারিকে ৫০ হাজার ও কুল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন চৌধুরী জানান, অভিযানে গিয়ে দেখা যায়, বিএসটিআই অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল। অন্যদিকে মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে ড্রিংকিং ওয়াটার তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ করেনি। এমনকি নেই কোনও লেভেল। অনুমতি ছাড়াই খাদ্য ও পানি উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করায় এ দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm