s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

চমেক হাসপাতালে লিফটের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৬ নং ওয়ার্ডের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। লোকটি হাসপাতালে তার কোন আত্মীয় রোগিকে দেখে লিফট দিয়ে নামছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্তু তার পরিচয় জানা যায়নি।

২৬ নং ওয়ার্ডের সামনে কয়েকজন রোগীর স্বজন জানান, লিফট থেকে লোকটিকে লিফটের বাইরে ফেলে রাখা হয়। তারপর ধরাধরি করে তাকে ওয়ার্ডের সামনে বেঞ্চে শুইয়ে রাখা হয়।

একই ওয়ার্ডের ৪র্থ শ্রেণীর কর্মচারী আব্দুর রউফ জানান, লোকটিকে লিফট থেকে লিফটের বাইরে রেখেছে লিফটম্যানই। তবে যেটুকু জেনেছি লোকটি লিফটের মধ্যেই মারা গেছেন। লাশ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তবে লিফটে কোন লিফটম্যান দায়িত্বে ছিল তা তিনি জানাতে পারেননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন আলী জানান, মৃত লোকটির পকেটে ৫ হাজার ১০০ টাকা পাওয়া গেলেও কোন পরিচয় পাওয়া যায়নি। লোকটির লাশ লাশঘরে রাখা হয়েছে বলে জানান তিনি।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm