আইআইইউসির নতুন প্রক্টর ইফতেখার উদ্দিন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন।

সোমবার (১৮ অক্টোবর) আইআইইউসি’র রেজিস্ট্রার এএফএম আকতারুজ্জামান কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি ২০০১ সালের ৪ অক্টোবর আইআইইউসিতে লেকচারার হিসেবে যোগদান করেন।

সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর হিসেবেও নিয়োজিত আছেন।

Yakub Group

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে এমএ সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়ার অধীনে পিএইচডি করছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm