s alam cement
আক্রান্ত
১০০৬৬৬
সুস্থ
৭৭৪০৮
মৃত্যু
১২৬৪

আউটডোর চিকিৎসা আবার শুরু চট্টগ্রাম জেনারেলে, করোনার টিকা ২টা থেকে

0

চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে দুই মাস পর ফের চালু হচ্ছে আউটডোর সেবা। এক্ষেত্রে জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির সময় পরিবর্তিত হয়েছে। এতদিন ধরে সকাল-বিকাল দুই শিফটে এই হাসপাতালে টিকা দেওয়া হলেও আউটডোর সেবা চালু হওয়ায় প্রতিদিন বেলা ২ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টিকা দেওয়া হবে এই কেন্দ্রে। তবে প্রতিদিন সকালে কোভিড ও ডেঙ্গু টেস্টও চলবে আউটডোর সেবার সাথে।

রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে এই নিয়মেই টিকা দেওয়া হবে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে। যদিও আউটডোর সেবা চালু হবে বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. তানজিম বলেন, ‘কোভিড পরিস্থিতি খারাপ হওয়ায় গত ১৫ জুলাই থেকে আমরা আউটডোর বন্ধ করে দিয়েছিলাম। কারণ এ সময় একদিকে হাসপাতালে প্রচুর কোভিড টেস্ট হচ্ছিল। ফলে আউটডোর চালু রাখলে সংক্রমণ বাড়তো। অন্যদিকে আবাসিক রোগী ছিল উপচেপড়া। সেটা সামাল দিতে আউটডোরের ৩৪ জন ডাক্তার, ১২ জন নার্স আর ২০ জন কর্মীদের সবাইকে ওয়ার্ড এ সেবা দিতে হয়েছে।’

তবে এখন কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় আবারও আউটডোর সেবা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এতদিন আমাদের হাসপাতালে প্রায়ই ১৮০ শয্যায় রোগী ছিল। প্রতিদিন ৩০০ এর মত কোভিট টেস্ট হচ্ছিল। এখন সেখানে রোগী আছে মাত্র ৫১ জন। আর টেস্টও নেমেছে ১০০ এর নিচে। ফলে আমরা আবার আউটডোর সেবা চালু করছি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।’

এক্ষেত্রে টিকাদানের সময়সূচিতে পরিবর্তন আসছে জানিয়ে ডা. তানজিম বলেন, ‘আউটডোর চালু হওয়ায় সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত আউটডোর সেবার পাশাপাশি কোভিড টেস্ট আর ডেঙ্গু টেস্ট চলবে। তবে টিকা দেওয়া হবে বেলা ২টার পর থেকে। প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। টিকাদানের এই পরিবর্তিত সময় বাস্তবায়ন হবে ১৩ সেপ্টেম্বর থেকে।’

Din Mohammed Convention Hall

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোগী কমে ৫১ জনে দাঁড়ালেও আইসিইউ ও এইচডিইউতে খালি নেই একটি শয্যাও। এই দুই ওয়ার্ডের ২৩ শয্যার প্রতিটি শয্যাতেই রোগী ভর্তি আছে।

এর কারণ সম্পর্কে হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, সারা চট্টগ্রামের রোগীরাই এখানে অথবা চট্টগ্রাম মেডিকেলে আসছেন। অর্থাৎ বেশিরভাগ রোগীরই ফার্স্ট প্রায়োরিটি হওয়ায় আমাদের হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ খালি নেই। আশা করছি অল্প কয়েকদিনে এই চিত্রও থাকবে না।

এআরটি/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm