s alam cement
আক্রান্ত
১০০৬৬৬
সুস্থ
৭৭৪০৮
মৃত্যু
১২৬৪

বন্ধুসহ চট্টগ্রামের ছেলের প্রাণ গেল খুলনার রাস্তায়

0

উল্টো পথে আসা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খুলনায় মারা গেলেন চট্টগ্রামের ছেলে শুভ সাহা (২৬)। ওই একই মোটরসাইকেলের আরোহী খুলনায় সৌরভ হাজরা (২৯)ও নিহত হয়েছেন এ ঘটনায়। তারা দুজনেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে খুলনার সোনাডাঙ্গা এলাকার আলী ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের ছেলে শুভ সাহা খুলনায় তার বড় চাচা মিল্টন সাহার অনিমা জুয়েলার্সে কাজ করতেন। তিনি ওই জুয়েলারি দোকানের কর্মকার ছিলেন। অন্যদিকে সৌরভ হাজরা খুলনার সিমেন্ট্রি রোডের মুরিপট্টি এলাকায় গৌতম হাজরার ছেলে। সৌরভ ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার সোনাডাঙ্গা এলাকার আলী ক্লাব সংলগ্ন এলাকা থেকে উল্টো পথে মোটরসাইকেলে আসছিলেন সৌরভ ও শুভ। মোটরসাইকেলটি খুব দ্রুত গতিতে ছুটছিল। আলীর ক্লাব সংলগ্ন একটি পাম্পের দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে দুজন পড়ে গিয়ে ড্রেনের স্লাবের সাথে মাথায় আঘাত লাগে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না।

ঘটনার পরপরই তারা দুজন জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়দের সহায়তায় তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তারা মারা যান।

দুজনের মরদেহই বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm