ভয়াবহ এক আগুনে জ্বলছে বাগদাদ এক্সপ্রেসের গাড়ির গ্যারেজ। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্নেলহাট সিডিএ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি টিম।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে সিডিএ ১ নম্বর রোডের ওই গ্যারেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, ‘আগুন নিয়ন্ত্রণে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি টিমের ৫টি গাড়ি কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘কর্নেলহাটের বাগদাদ এক্সপ্রেসের গাড়ির গ্যারেজে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
আরএ/এমএহক