আগ্রাবাদে আগুনে পুড়ল ঝুট গুদাম

0

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বেপারীপাড়ার আবাসিক এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২১ আগস্ট) ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিছুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আবাসিক এলাকায় আগুন লাগার খবর আসে। দ্রুত আমাদের দুটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm