লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

0

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বাজারে দুটি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, মেয়াদ ছাড়া ওষুধ রাখায় শিপ্রা ফার্মেসি ১০ হাজার ও বিরাজ ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জনতা ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানার পর বন্ধ করা হয়।

সোমবার (২২ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড পৌরসভা বাজারের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় শিপ্রা ফার্মেসিকে ১০হাজার টাকা, বিরাজ ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও জনতা ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ হাজার টাকা জরিমানাসহ আপাতত ল্যাব বন্ধ ঘোষণা করা হয়।’

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিলজার হোসেন।

Yakub Group

এছাড়া অভিযানে সহযোগিতা করে সীতাকুণ্ড থানার পুলিশ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm