s alam cement
আক্রান্ত
৫৩২৫১
সুস্থ
৪০০০১
মৃত্যু
৬১৪

চোখে চোখে রেখেও মৃগী রোগী ছেলে ডুবল পুকুরে

0

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় পুকুরে গোসল করতে নেমে জালাল হোসেন নামে ১৫ বছরের এক অসুস্থ কিশোর মারা গেছে।

সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে ষোলশহর মাষ্টার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃত জালাল ওই এলাকার মো .আমীর হোসেনের ছেলে। রাত পৌনে ১০টায় ছেলেটিকে দাফন করা হয়েছে বলে জানান মৃতর বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বডুয়া বলেন, জালালের মৃগী রোগ ছিল। হঠাৎ মুখ দিয়ে ফেনা উঠত আর মাথা ঘুরে পড়ে যেত। আজ দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে হঠাৎ রোগটি শুরু হয়। পানিতে জ্ঞান হারিয়ে ফেলে জালাল। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালের বাবা মো. আমীর হোসেন বলেন, আমার দুই ছেলের মধ্যে জালাল ছোট। অনেক ডাক্তার দেখিয়েছি। ছেলেটি আমার সুস্থ্ হয়নি। তার পুকুরে নামতে নিষেধ করা ছিল। কিন্তু আজ কখন যে পুকুরে নেমে গোসল করতে গেল আমি জানিনা। ছেলেকে চোখে চোখে রাখতাম। জালাল অষ্টম শ্রেণিতে পড়ত। রাত পৌনে দশটায় আমার ছেলেকে আমি কবরে শুইয়ে দিয়ে আসলাম।

আইএমই/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm