আনোয়ারায় এনসিসি ব্যাংকের পিঠা উৎসব

‘শীত জমেছে ভাই, পিঠা পুলি খাই ’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিসি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হলে দিনব্যাপী পিঠা উৎসব।

শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার কালা বিবির দীঘি এলাকায় এই আয়োজনে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধপুলি, সেমাই পিঠা, পাকান পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, পায়েস, ভাজা পিঠাসহ হরেক নকম নাস্তার সাথে ছিল দেশীয় খেজুর রসের আয়োজন।

এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম জাহাঙ্গীর, মীর মোশাররফ হোসেন, মোবাশ্বের হোসেন মন্টু, নুরুল হুদা, শিশু সাহিত্যিক শহিদুল ইসলাম শহীদ, আজিজুল কদির, ব্যবসায়ী এমএ তাহের, এডভোকেট নটু চৌধুরী, মোহাম্মদ জামিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সায়েদুজ্জামান চৌধুরী, মামুনুর রশীদ, মোহাম্মদ ফরহাদ খান , মোহাম্মদ আবছার করিম, মো. জসিম উদ্দিন, নোমান চৌধুরী প্রমূখ।

উপস্থিত সুধীজনেরা বলেন, এনসিসি ব্যাংক আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবার পাশাপাশি দেশীয় ঐতিহ্যকে ধারণ আবহমান বাংলার সংস্কৃতি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে। মাটি-মানুষের সাথে ব্যাংকের এই সেতুবন্ধনে সাধুবাদ জানান তারা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm