চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামের আরেফিন নগরে অবস্থিত অত্যাধুনিক কমপ্লায়েন্স বেইস্ড হাসপাতাল সাজিনাজ হাসপাতালের নতুন সংযোজন ‘বিশেষায়িত ব্লাড ব্যাংকের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এই আধুনিক হাসপাতালটির ‘ব্লাড ব্যাংকে’র উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধন শেষে তিনি হসপিটালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে, আলট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, আইসিউ, এনআইসিউ, এইসডিউ এবং ও মা ও নবজাতক পরিচর্য়ার মানসম্মত ইউনিটগুলো পরিদর্শন শেষে সিটি মেয়র বলেন, হাসপাতালটিতে বিশেষায়িত কমপ্লিট ব্লাড ব্যাংক স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো এবং আমি আশা করছি গনমানুষের চিকিৎসা সেবায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে হাসপাতালের চেয়ারম্যান লায়ন সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে উন্নত চিকিৎসাসেবা সেবাদানের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। সবার সার্বিক সহযোগিতা থাকলে আমাদের কার্যক্রম পরিবর্ধনসহ আগামী দিনে আরও উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. নিজাম উদ্দিন, ডাইরেক্টর এডমিন হাসান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর মিনুল ইসলাম, ডাইরেক্টর ডা. এসএম সরোয়ার কাশেম রাসেল, ডিজিএম কর্পোরেট ফাইনেন্স সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, বায়েজিদ শিল্পাঞ্চল সাংগঠনিক সভাপতি আলমগীর হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল ইসলাম ও সৈয়দ আজম উদ্দিন।
উল্লেখ্য, সাজিনাজ হাসপাতালের ব্লাড ব্যাংকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কম খরচে ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য কম খরচে কেমোথেরাপির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ব্লাড ব্যাংকে ডেঙ্গু রোগীদের জন্য কম খরচে প্লাটিলেট এ্যাপারেসিস্ সেবাও দেওয়া হচ্ছে।
সাজিনাজ হাসপাতালের বিশেষায়িত ব্লাড ব্যাংক এর অন্যান্য সেবা সমূহের মধ্যে রয়েছে— ডে-কেয়ার ট্রান্সফিউসন, কেমো-থেরাপি, হোল ব্লাড, পিআরবিসি, ওয়াসড পিআরবিসি, এফএফপি, প্লাটিলেট কনসানট্রেট, ক্রায়োপিসিটি, ক্রায়ো পুর প্লাজমা, ব্লাড লেটিং, প্লাটিলেট এ্যাপারেসিস্, টিপিই, স্টিম সেল কালেকসন।
কমপ্লায়েন্স বেইস্ড হাসপাতাল সাজিনাজ হাসপাতালটি ৬০ শয্যাবিশিষ্ট। এর মধ্যে তিনটি ভিআইপি কেবিন, ২৬টি সাধারণ কেবিন ও মহিলা ওয়ার্ডে ৫টি ও পুরুষ ওয়ার্ডে ৫টি উন্নতমানের বিশেষায়িত শয্যা রয়েছে। হাসপাতালটিতে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থাসহ দুটি লিফট, ২৪ ঘন্টা ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে।