পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আবদুল হামিদ (৬৫)। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পটিয়া অভিমুখী একটি যাত্রীবাহী মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি মহাসড়কের পাশে ছিটকে পড়লে তিন পথচারী গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন পথচারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আবদুল হামিদ মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আবদুল করিম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে পাঠালে চিকিৎসক আইসিইউতে রেফার করেন। তবে হাসপাতালে আইসিইউর বেড খালি না থাকায় তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।

এদিকে এঘটনায় আহত হানিফ (৭০) নামের স্থানীয় এক দোকানদার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, রাজধানী থেকে ছেড়ে আসা এ কে ট্রাভেলসের বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে পিকনিকের জন্য কক্সবাজার যাচ্ছিল। পথে পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় পৌঁছালেই পেছন থেকে পটিয়া অভিমুখী একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন পথচারী গুরতর আহত হন। তাদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় এ কে ট্রাভেলসের গাড়ির চালককে আটক এবং বাসটিও জব্দ করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ জসিম।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm