আনোয়ারায় ১০০ শয্যার কেইপিজেড ট্রাস্ট হাসপাতালের যাত্রা শুরু

চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) যাত্রা শুরু করলো ১০০ শয্যার ট্রাস্ট হাসপাতাল।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারার কেইপিজেডের ভেতরে হাসপাতালের উদ্বোধন করেন ইপিজেডের চেয়ারম্যান কিহাক সাং।

কিহাক সাং বলেন, এই হাসপাতাল কেইপিজেডে কর্মরত কর্মী, শ্রমিক ও তাদের পরিবারেরর সদস্যদের উন্নতমানের চিকিৎসাসেবা নিশিচিত করবে। কোরিয়ায় অবস্থিত যে ইয়নসেই বিশ্ববিদ্যালয় হাসপাতাল দীর্ঘ অনেক বছর ধরে কোরিয়ানদের স্বাস্থ্যসেবায় এবং গুণগত মানে প্রথম সারিতে অবস্থান দখল করে আছে, সেই ইয়নসেই বিশ্ববিদ্যালয় হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হবে কেইপিজেড ট্রাস্ট হাসপাতালটি।

কেইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান; ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেনারেল ম্যানেজার কাং ইয়ং লি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm