পটিয়ায় নিখোঁজ রাসেলের সন্ধান মেলেনি পাঁচ দিনেও

চট্টগ্রামের পটিয়ায় জিরি ইউনিয়নে নিজ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হওয়া জুনায়েদ ইসলাম রাসেলের সন্ধান মেলেনি ৫ দিনেও।

রাসেল (২৩) টেলিকম প্রতিষ্ঠান রবির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবার ইতোমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে পটিয়া থানায় জিডি করার পরপরই পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। নিখোঁজ যুবকের পরিবারের সদস্য ও তার স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে তার সন্ধান পেতে পোস্ট করেন। এর মধ্যে গত ২৩ জানুয়ারি রাতে সৌদি আরবের একটি নম্বর থেকে ফোন দিয়ে পরিবারের সদস্যদের জানানো হয়, শুক্রবার নিখোঁজ রাসেলের লাশ পাওয়া যাবে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবার।

নিখোঁজ রাসেলের চাচাতো ভাই কাওসার হিরো বলেন, আমার ভাই দীর্ঘ দিন ধরে রবি কোম্পানিতে চাকরি করে আসছে। গত মঙ্গলবার চাকরিতে যায়, কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেনি। আমরা তার নম্বরে ফোন দিলে বন্ধ পাই। আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান না পাওয়ায় পটিয়া থানায় জিডি করি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার খোঁজ চেয়ে পোস্ট করি। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সৌদি আরবের একটি নম্বর থেকে আমাকে ফোন করে বলা হয়, রাসেলের লাশ পাওয়া যাবে প্রস্তুত থাকেন। এতে আমরা দিশেহারা হয়ে পড়ি।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে অপরিচিত আরেকটি নম্বর থেকে ফোন করে আমাকে জানানো হয়, রাসেলের অবস্থা ভালো না তাকে কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আশপাশে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। এ খবর পেয়ে আমরা দ্রুত বের হয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হতে প্রস্ততি নিচ্ছিলাম। কিছুক্ষণ পর আমরা সেই নম্বরে ফোন দিলেই সেটি বন্ধ পাই। তখনই আমরা ধারণা করি, এ ঘটনাটি নিয়ে আমাদের সঙ্গে কেউ প্রতারণা করার চেষ্টা করছে। বিষয়টি আমরা পটিয়া থানা পুলিশকে অবহিত করি।

জিডির তদন্ত কর্মকর্তা পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, নিখোঁজ ডায়েরির পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কাজ শুরু করেছি। যেসব অপরিচিত নম্বর থেকে ফোন দেওয়া হচ্ছে, পরিবারকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা ইতোমধ্যে সিডিআর পর্যালোচনা করে এগোচ্ছি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নিখোঁজ যুবকের কল রেকর্ড (সিডিআর) ধরে আমরা কাজ শুরু করেছি।

কোনো ধরনের ফেইক ফোন কলে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

গত ২১ জানুয়ারি জুনায়েদ ইসলাম রাসেল পটিয়া পৌরসভার সবুর রোড থেকে নিখোঁজ হন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মৃত আজম খানের ছেলে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm