চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় খাটখালী সমুদ্র মোহনায় ১৬টি ধারালো অস্ত্রসহ ১২ জন জলদস্যুকে আটক করা হয়েছেছে।
শনিবার ( ২৫ জানুয়ারি) ভোরে কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে। তাদের বিকালে বাঁশখালী থানায় হন্তান্তর করা হয়েছে।
জলদস্যুদের কাছে পাওয়া ধারালো অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৫টি ছুরি, ৬টি চাপাতি, ৫টি শাবল ও ২টি হাতুড়ি।
আটক ১২ জলদস্যুরা হলেন—মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবছার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) এবং নুর মোহাম্মদ (৫১)। এদের মধ্যে মো. রফিক জলদস্যুদের সর্দার।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক বলেন, আটক জলদস্যুরা বঙ্গোপসাগরে বিভিন্ন সময় জেলেদের ফিশিং বোট ডাকাতিতে জড়িত। জলদস্যু সর্দার রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে। শনিবারও বোট ডাকাতির প্রস্তুতির সময় সাগর পথে একটি ট্রলার নিয়ে সন্দেহজনকভাবে চলাচলের সময় চ্যালেঞ্জ করলে, তারা ট্রলারের গতিবেগ বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ১ ঘণ্টা ধাওয়া করে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক জলদস্যু ও উদ্ধার অস্ত্রগুলো শনিবার বিকালে বাঁশখালী থানায় হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানায় মামলা করা হবে।
ডিজে