s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

আবারও একশর ওপরে করোনা শনাক্ত চট্টগ্রামে, ১ জনের মৃত্যু

0

চলতি মাসে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো একশর ওপরে করোনা শনাক্ত হলো। একইসাথে চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১১৪ জনের মধ্যে ১০৫ জন নগরের এবং ৯ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৬৬৬ জনে। এদের মধ্যে মারা গেছেন মোট ৩৭৮ জন। যাদের ২৭৭ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সোমবার (৮ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৭৮ জন। এর মধ্যে ২৭৭ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।’

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চমেক) ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

Din Mohammed Convention Hall

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন করোনা পজিটিভ হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে দিনের সর্বোচ্চ ৩৪ জন করোনা রোগীর হদিস পাওয়া গেছে।

নগরীরর বেসরকারি করোনা পরীক্ষাগার শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm