s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

আম খাওয়ায় পিটিয়ে মায়ের হাত ভাঙলো সন্তানরা

0

কক্সবাজারের চকরিয়ায় পাষণ্ড সন্তানদের হাতে নির্যাতনের শিকার হলেন মা। গাছ থেকে আম পেড়ে খাওয়ার ঠুনকো অজুহাতে বৃদ্ধা মাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ৪ ছেলে-মেয়ে। নির্মমম এ ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ মে) রাতে সাড়ে ৭টার দিকে, উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর গ্রামে।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সন্তানদের বিচার চেয়ে আহত মা হাছিনা আক্তার (৬৫) থানায় একটি অভিযোগ দিয়েছেন। হাছিনা আক্তার ওই এলাকার মৃত বদরুদ্দোজার স্ত্রী।

আহত হাছিনা আক্তার লিখিত অভিযোগে দাবি করেন, স্বামী মারা যাওয়ার পর তিনি স্বামীর বসতগৃহে বসবাস করে আসছেন। ছেলে-মেয়েরা সবাই স্বাবলম্বী হলেও কেউ তার দেখাশোনা করেন না। মাঝে-মধ্যে ছেলে নাজেম উদ্দিন দেখাশোনা করলেও সেও নানাসময় বিশ্রি ভাষায় গালিগালাজ করতো।

তিনি আরো দাবি করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের আম গাছ থেকে আম পেড়ে খাওয়া নিয়ে বড় ছেলে শাহাবউদ্দিনের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ বিষয়ে প্রতিবাদ করলে ছোট ছেলে নেজাম উদ্দিন, বাবুল ও মেয়ে ইয়াছমিন আক্তারসহ মিলে লোহার রড দিয়ে আঘাত করলে তার হাত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘থানায় অভিযোগ দেওয়ার পরপরই পুলিশ টিম পাঠানো হয়। আসামিরা পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। বাদী চাইলে এটি মামলা হিসেবে নেয়া হবে।‘

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm