s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

ভাসানচরে আটকে পড়া ১২ জনকে উদ্ধার করল বিমানবাহিনীর দুই হেলিকপ্টার

0

ঘূর্ণিঝড় ইয়াসে নোয়াখালীর ভাসানচরে পাথরবাহী একটি জাহাজ আটকা পড়েছে। এ ঘটনার পর ১২ জনকে উদ্ধার করেছে বিমানবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফি।

আবু সালেহ মোহাম্মদ মান্নাফি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এমভি সানভ্যালি নামের জাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নোয়াখালীর ভাসানচরের পশ্চিমে লালবয়া এলাকায় চরের সঙ্গে বুধবার সকালে আটকে যায়। বুধবার বিকেল ৩টায় ওই এলাকায় প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণের পর জাহাজটিকে শনাক্ত করা হয়।’

তিনি জানান, পরে জাহাজটির ১২ জন নাবিক, স্টাফকে উদ্ধার করে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। তাদের চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে এনে প্রাথমিক চিকিৎসা এবং খাবার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তিদের সকলেই এখন সুস্থ আছে। তাদেরকে জাহাজ মালিকের কাছে হস্তান্তর করা হবে। জাহাজ ডুবে যাওয়ার উপক্রমের মধ্যেই ছিল। বিমান বাহিনী উদ্ধারকারী দল দুটি হেলিকপ্টার নিয়ে পৌঁছে দ্রুত উদ্ধার করতে না পারলে বিপদ ঘটতে পারত।’

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm