আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আরও এক মাস এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন।
আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তাই জরিমানা এড়াতে হাজার হাজার আয়করদাতা তাদের রিটার্ন জমা দেয়ার জন্য চট্টগ্রামসহ সব কর অঞ্চলে ভিড় করেন। দেশে ৭০ লাখের বেশি নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন।
এদিকে এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামারি করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতার ২০২১-২২ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হলো।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪জি -তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নেয়।
যদিও এর আগে সন্ধ্যা সোয়া ৫টায় জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।
করোনা মহামারি বিবেচনায় চলতি বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়ার সুবিধা রাখা হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়।
এএস/কেএস