s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

পারিবারিক কলহের জের, চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

0

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস (২৬) নামে ওই গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) রাত ১২টার দিকে কালামিয়া বাজার এলাকার সাবান ফ্যাক্টরির সিলেট কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস ওই এলাকার মো. মঈনউদ্দীনের স্ত্রী। তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে রিসিপসনিস্ট হিসেবে কাজ করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন।

পরে তার স্বামী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

বিএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm