s alam cement
আক্রান্ত
৯৯৩৪১
সুস্থ
৭০৯৫৮
মৃত্যু
১২২৭

ইউটিউব দেখে ঘ্রাণশক্তির ‘চিকিৎসা’ নিতে বললেন চবির ডাক্তার

0

একমাস আগে জ্বরে আক্রান্ত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ছাত্র মাহবুব আলম। জ্বরে আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় সুস্থও হয়ে যান তিনি। তবে বিপত্তি বাঁধে ঘ্রাণশক্তি নিয়ে৷ স্বাদ ঠিকমতো পেলেও একমাস ধরে ঘ্রাণ পাচ্ছেন না তিনি। এজন্য ডাক্তারের পরামর্শ নিতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। কিন্তু ডাক্তার কোনো ওষুধ বা পরামর্শ না দিয়ে ‘ইউটিউব’ দেখে চিকিৎসা নিতে বলেন তাকে।

সোমবার (৩০ আগস্ট) বিকেল ৬টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহবুব আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এক মাস ধরে ঘ্রাণ শক্তি না পাওয়ায় আমি সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাই ডাক্তারের পরামর্শ নিতে। ওই সময় অল্পবয়সী একজন মহিলা ডাক্তার কর্মরত ছিলেন। তিনি আমাকে কোনো পরামর্শ বা ওষুধ না দিয়ে ইউটিউবে ‘কিভাবে ঘ্রাণ ফিরে পাওয়া যায়’— এটা সার্চ দিয়ে পাওয়া ভিডিওগুলো অনুসরণ করতে বলেন।

মাহবুব আরও বলেন, ‘ইউটিউব দেখে যদি সঠিক চিকিৎসা পাওয়া যেত, তাহলে ডাক্তাররা কিসের সেবা দেওয়ার জন্যে বসে আছেন? ইউটিউবে এমন হাজারও অস্বাস্থ্যকর পদ্ধতি দেওয়া থাকে। এখন সাধারণ মানুষ কিভাবে বুঝবে— কোনটা সঠিক, কোনটা বিপজ্জনক?’

এ বিষয়ে জানতে চাইলে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এমনটা তো হওয়ার কথা না। আমি খবর নিয়ে দেখবো।’

এমআইটি/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm