গভীর রাতে জুয়ার আসর বসিয়েছিল তারা নির্মানাধীন এক ভবনে। নীচ তলার একটি কক্ষে তারা যখন জুয়ায় মত্ত তখন সেখানে হাজির পাহাড়তলী থানা পুলিশ। শেষমেশ আটক হয়ে তাদের ঠাঁই হলে হাজতে।
মঙ্গলবার (৪ মে) পাহাড়তলী থানার আব্দুপাড়া নূর আলি শাহ মাজার সংলগ্ন শফি কলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. হাসান, মো. শাহেদ, মো. সোহেল, মো. সুমন, মো. মাসুদ।
পুলিশ জানায়, এই ব্যক্তিরা ওই এলাকায় জুয়াড়ি হিসেবে পরিচিত। তাদের কারণে স্থানীয় যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জাহেদ/এমএফও